বেশ কয়েকদিন আমার ছেলে অকারনে দাঁত কিড়মিড় করছিলো। অনেকজনকে জিজ্ঞেস করলাম। শেষ পর্যন্ত Vibrating tooth brush দিয়ে দিনে ২বার দাঁত মাজিয়ে অনেক উপকার পেয়েছি। ৩-৪ দিনের মধ্যেই আল্লাহর রহমতে দাঁত কিড়মিড় করা বন্ধ হয়ে গেছে।
কিন্ত Sticky things তোলার সমস্যা কিছুদিন পরপরই ফিরে আসে।
Wednesday, December 11, 2013
Sunday, December 8, 2013
Sunday, December 1, 2013
পোস্ট ০৭
বাজার করতে যাবার সময় বাচ্চার হাতে একটা visual shopping list দিলে সে
নিজেই জিনিসপএ খুজে ঝুড়িতে তুলতে পারবে। লিস্টে বাচ্চার পছন্দের একটা item যেনো অবশ্যই
থাকে। Hyper
active বাচ্চারা shopping trolley হাতে পেলে wheel এর mobility এর কারণে আরো বেশি hyper হয়ে যায়।
ওদের হাতে ঝুড়ি দিলে manage করা সহজ হয়। ষ্টীলের ঝুড়ি একটু ভারী হয়, তাই এটা নিয়ে
দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয়। বাচ্চাকে বিল দিতে শেখানোও যেতে পারে। Daily routine এর Activity time এ বাচ্চাকে
সাথে নিয়ে এই visual shopping list তৈরি
করা যেতে পারে।
Subscribe to:
Posts (Atom)