Sunday, December 1, 2013

পোস্ট ০৭


বাজার করতে যাবার  সময় বাচ্চার হাতে একটা visual shopping list দিলে সে নিজেই জিনিসপএ খুজে ঝুড়িতে তুলতে পারবে। লিস্টে বাচ্চার পছন্দের একটা item যেনো অবশ্যই থাকে। Hyper active বাচ্চারা shopping trolley হাতে পেলে wheel এর mobility এর কারণে আরো বেশি hyper হয়ে যায়। ওদের হাতে ঝুড়ি দিলে manage করা সহজ হয়। ষ্টীলের ঝুড়ি একটু ভারী হয়, তাই এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয়। বাচ্চাকে বিল দিতে শেখানোও যেতে পারে।  Daily routine এর Activity time এ বাচ্চাকে সাথে নিয়ে এই visual shopping list তৈরি করা যেতে পারে।




1 comment:

  1. We made this visual shopping list together. he loves to pick up stuffs from shelf according to this list. but when it comes about chips, he loves to pick up several....

    ReplyDelete