Tuesday, November 26, 2013

পোস্ট ০৬

অনেক বাচ্চারা গোসলের সময় মাথায় পানি ঢাললে খুব ভয় পায়। এমন বাচ্চাদেরকে গোসলের সময় কপালে Shower hood  দিয়ে নিলে, মাথায় পানি ঢাললেও সেই পানি চোখে মুখে পড়বে না। আবার এক ধরনের Divided mug পাওয়া যায়। এর পিছনের অংশে পরাষ্কার পানি ভরে, মগটা বাচ্চার কপালের সাথে লাগিয়ে মাথায় পানি ঢাললে, মাথার ময়লা পানি মগের সামনের অংশে জমা হবে। বাচ্চার চোখে মুখে ময়লা পানি পড়বে না, আর বাচ্চাও ভয় পাবে না।




No comments:

Post a Comment